
ভারত-শাসিত কাশ্মিরে পৃথক দুটি বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে নিহত দুই সেনার একজন প্যারা-ট্রুপার। এ ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন।
সেসময় সেনাদের পাল্টা হামলায় ৬ সন্দেহভাজন উগ্রবাদী নিহত হয়েছেন। অঞ্চলটির একাধিক গ্রামে এখনও সংঘর্ষ চলছে বলে জানিয়েছে পুলিশ।
৭ জুলাই, রবিবার আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সকালে ভারতীয় পুলিশ অভিযানের সর্বশেষ তথ্য প্রকাশ করে।
কাশ্মির পুলিশের মহাপরিদর্শক বিধি কুমার বির্দি বার্তাসংস্থা এএফপিকে বলেন, বিতর্কিত অঞ্চল কর্তৃপক্ষ কুলগাম জেলার বিভিন্ন গ্রামে পৃথক দুটি অভিযান চালায়। এ অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। জেলার মোদেরগ্রাম এবং ফ্রিসাল চিন্নিগাম গ্রামে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, আমরা মোদেরগ্রাম থেকে দুই সন্ত্রাসীর এবং ফ্রিসাল চিন্নিগাম থেকে আরো চারজনের লাশ উদ্ধার করেছি।
বিতর্কিত ওই অঞ্চলে হামলা বেড়ে যাওয়ার মধ্যেই সর্বশেষ এ ঘটনা ঘটল। ভারত ও পাকিস্তান উভয় দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে এবং হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দেশ দু’টির মধ্যে তিনটি যুদ্ধ হয়।
বিদ্রোহী বিভিন্ন গ্রুপ অঞ্চলটির স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে বিদ্রোহ করে আসছে।
ওই ভূখণ্ড নিয়ে সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিক, সৈন্য ও বিদ্রোহী নিহত হয়েছে।
গত জুন মাসে দক্ষিণাঞ্চলীয় রিয়াসি এলাকায় একটি মন্দির থেকে ভারতীয় হিন্দু তীর্থযাত্রীদের বহন করা একটি বাসে বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিল।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]