প্রথম ভাষণে যা বললেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্টারমার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৯:৫০
প্রথম ভাষণে যা বললেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্টারমার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাজ্যের নাস্তানাবুদ অর্থনীতির হাল ধরলেন এবার লেবার পার্টির ৬২ বছর বয়সি নেতা কিয়ের স্টারমার। বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুনাক মিলে যেখানে ব্যর্থ সেখানে দায়িত্ব কাঁধে তুলে নিলেন স্টারমার।


কনজারভেটিভদের ওপর আর ভরসা করতে পারছিলেন না ব্রিটেনবাসী। তাইতো বৃহস্পতিবারের নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন।


৫ জুলাই, শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ১০ নং ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে তিনি ঘোষণা দিলেন, ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পুনর্গঠন করা হবে। আমার মতো খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।


তবে তিনি এটিও স্বীকার করেছেন যে, এই পরিবর্তনের কাজ এতটা সহজও হবে না।


তিনি আরো বলেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে জানিয়ে তিনি বলেন, কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে।


এসময় সরকারকে সহায়তার আহ্বান জানিয়ে স্টারমার বলেন, তার সরকার ‘শান্ত ও ধৈর্যশীল পুনর্গঠনে’ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের কাজ খুবই জরুরি এবং আজ থেকেই আমরা তা শুরু করছি।


স্টারমার তার বক্তব্যে ‘একটি অনিরাপদ বিশ্বের চ্যালেঞ্জ’ তুলে ধরে তা মোকাবিলার জন্য প্রস্তুতির কথা জানান।


তিনি দেশে সাশ্রয়ী মূল্যে বাড়ির প্রয়োজনের কথা তুলে ধরেন এবং স্কুলের গুরুত্বের কথা বলেন।


এসময় তিনি প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী হিসেবে তার পূর্বসূরি ঋষি সুনাকের কাজকেও অভিনন্দন জানিয়েছেন।


এরপর স্টারমার ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com