
প্রিন্সেস ডায়ানার ৬৩ তম জন্মদিন আজ। ১৯৬১ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন ডায়ানা। মা-বাবার দেওয়া নাম ডায়ানা ফ্রান্সেস স্পেনসার। ১৯৯৭ সালে মাত্র ৩৬ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ডায়ানা মৃত্যু হয়।
ডায়ানা ১৯৮১ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম সন্তান প্রিন্স চার্লসকে বিয়ে করার পর প্রিন্সেস অব ওয়েলস হিসেবে পরিচিত হন। ১৯৯৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। সে সময় প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি নামে তাদের দুই সন্তানের জন্ম হয়।
ডায়ানা যখন মারা যান, তখন বড় ছেলে প্রিন্স উইলিয়ামের বয়স ছিল ১৫ আর ছোট ছেলে প্রিন্স হ্যারির বয়স ছিল ১২ বছর।
রূপকথার রাজকুমারীর মতোই ঘটনাবহুল জীবন ডায়ানার। রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের মধ্য দিয়ে শুরু। এরপর স্বামীর পরকীয়া, বিচ্ছেদ এবং নিজেরই প্রেমে জড়িয়ে পড়া নিয়ে মৃত্যু আগ পর্যন্ত তিনি আলোচনায় ছিলেন। মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেলেও ডায়ানাকে নিয়ে এখনো মানুষের আগ্রহের শেষ নেই। তার মানবকল্যাণমূলক কাজের জন্য এখনো তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বিশ্বের কোটি কোটি মানুষ।
ডায়ানার মৃত্যুর প্রায় নয় বছর পর প্রাক্তন প্রেমিকা ক্যামিলা পার্কারকে বিয়ে করেন প্রিন্স অব ওয়েলস।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]