
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজির গুদামে বড় ধরনের বিস্ফোরণে চার বছরের শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ৩৮ জন।
৩০ জুন, রবিবার জরুরি সার্ভিস এই কথা জানিয়েছে।
অগ্নিকাণ্ড তদন্তকারী কর্মকর্তা লুইগি চ্যান এএফপি’কে জানান, শনিবার (২৯ জুন) বিকেলে জাম্বোয়াঙ্গা সিটি এলাকায় এই বিস্ফোরণে মাটিতে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে আশপাশের ভবন ও ঘরবাড়িতে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়।
চ্যান জানান, সেখানে এমন ভয়াবহ বিস্ফোরণে ৪ গুদাম কর্মী এবং একজন কর্মচারীর ৪ বছরের এক ছেলে প্রাণ হারিয়েছে।
নগরীর দুর্যোগ অফিস নিহতের সংখ্যা নিশ্চিত করে জানায়, এই ঘটনায় আরো ৩৮ জন আহত হয়েছে। যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর।
কর্তৃপক্ষ জানায়, তারা বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে। এই বিস্ফোরণে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটির আয়তন প্রায় ২০ মিটার। এতে গুদাম ঘরের দেয়ালগুলো ভেঙ্গে পড়েছে। খবরে বলা হয়, বিস্ফোরণে সেখানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।
খবরে বলা হয়, আগুনের সম্ভাব্য উৎস হলো গুদামে সংরক্ষিত আতশবাজি। বিস্ফোরণটি বিস্তৃত ৩ হাজার বর্গমিটারজুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের দুই ঘণ্টার বেশি সময় লেগেছে।
সূত্র : এএফপি
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]