
নাইজেরিয়ার উত্তর-পূর্ব বোর্নো রাজ্যে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০ জন।
স্থানীয় সময় শনিবার (২৯ জুন) দেশটির পৃথক তিনটি স্থানে এ বিস্ফোরণের ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শনিবার বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালায়।
এ সময় নিহত হয় অন্তত ১৮ জন। সংস্থাটি জানিয়েছে, নিহতদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক এবং গর্ভবতী নারী রয়েছে।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]