
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি বংশোদ্ভূত টেক উদ্যোক্তা ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) ফাহিম সালেহ হত্যাকাণ্ডে তার সাবেক সহকারী টাইরেস হাসপিল (২৫) দোষী সাব্যস্ত হয়েছেন। গত সোমবার (২৪ জুন) ম্যানহাটন সুপ্রিম কোর্টের জুরি বোর্ড এ রায় দেন।
ম্যানহাটনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ফাহিমকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে হাসপিলের বিরুদ্ধে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তবে এখনও তার সাজা ঘোষণা করেননি বিচারকরা।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।
আদালতে হাসপিল দাবি করেছেন, তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার জন্য নানা উপহার কিনতে ফাহিমের অর্থ চুরি করেছিলেন। বিষয়টি ধরা পড়ার পর ফাহিম ওই অর্থ পরিশোধ করার সুযোগ দিয়েছিলেন তাকে। হাসপিল ধাপে ধাপে অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরে আবার অর্থ চুরি করেছিলেন। এ অবস্থায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দেন ফাহিম। এরপরই তিনি এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটান। তবে তার ভাষ্য প্রত্যাখ্যান করেছেন বিচারক।
ফাহিম সালেহ’র চার লাখ মার্কিন ডলার চুরি করেছিলেন হাসপিল। অর্থ চুরির ঘটনা লুকাতে ফাহিমকে হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে দেহ খণ্ডিত করা হয়। এ কারণে হাসপিলকে ‘ফার্স্ট-ডিগ্রি’ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ও তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। নাইজেরিয়াভিত্তিক স্কুটার স্টার্টআপ গোকাদা প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী ছিলেন তিনি।
নিউইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে ২০২০ সালের ১৩ জুলাই খুন হন ফাহিম। ওই ঘটনায় তখন তার ব্যক্তিগত সহকারী টাইরেস হাসপিলকে গ্রেপ্তার করা হয়। ফাহিম হত্যাকাণ্ডে হওয়া মামলায় নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে ২০২০ সালের ১৩ অক্টোবর হাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
ফাহিমের আইনজীবীরা বলেছেন, ফাহিমকে ঠান্ডা মাথায় খুন করেন হাসপিল। আদালতে তিনি অপরাধ স্বীকার করেছেন।
তবে হাসপিলের আইনজীবীরা আদালতে যুক্তি দিয়েছেন, হাসপিল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এজন্য তারা হাসপিলকে কম সাজা দেয়ার আবেদন জানিয়েছেন। কিন্তু জুরিবোর্ড তাদের দাবি নাকচ করে দিয়েছেন।
আগামী ১০ সেপ্টেম্বর এ মামলায় হাসপিলের সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে। তার ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]