
ক্যাসিনোতে চার মিলিয়ন ডলার (৪৭ কোটি ২৯ লাখ টাকা) জিতে উত্তেজনার বশে হৃদরোগে আক্রান্ত হয়ে এখন খবরের শিরোনাম এক ব্যক্তি।
সামাজিকমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া এ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে। মূলত এত পরিমাণ অর্থ জেতার আনন্দেই বেশ উত্তেজিত হয়ে যান তিনি। আর এ থেকেই এ ঘটনা।
এনডিটিভি জানিয়েছে, সিঙ্গাপুরের ওই ক্যাসিনোয় ২২ জুন এসেছিলেন ওই ব্যক্তি। যোগ দিয়েছিলেন খেলায়। ভাগ্য পক্ষে থাকায় জয়ীও হন তিনি। যা নগদ অর্থে ৩.২ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি টাকায় যা ৩৪ কোটি টাকা।
কিন্তু এখানেই ঘটে গেল বিপত্তি। জয়ের পর অতিমাত্রায় উদযাপন করতে গিয়ে উত্তেজনায় মাটিতে পড়ে যান ওই বক্তি। চারপাশ থেকে মানুষ ছুটে এসে দ্রুত হাসপাতালে পাঠায় তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। সেখানে এখন চিকিৎসা চলছে তার।
লোকটির চিকিৎসা চললেও সামাজিকমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে- ওই ব্যক্তি মারা গেছেন। তবে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি বেঁচে আছেন, চিকিৎসা চলছে।
লটারি জিতে উত্তেজনায় উল্লাস করা খুবই স্বাভাবিক ঘটনা। তবে বাঁধভাঙা আনন্দে মৃত্যুর ঘটনা বিরল। শেষ পর্যন্ত ওই ব্যক্তিটির ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মারিনা বে স্যান্ডস ক্যাসিনোতে এক ব্যক্তি একটি ব্যাকারেট টেবিলের কাছে মেঝেতে পড়ে যান।
এতে করে সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে ভিড় করেন। কেউ কেউ ওই ব্যক্তিকে সাহায্য করার জন্য ছুটে আসেন। এছাড়া, চিকিৎসকরা এসে তাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন।
ওই ক্যাসিনো সংশ্লিষ্টরা ক্যাসিনোডটওআরজিকে জানিয়েছেন, ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং তিনি সেরে উঠছেন। অবশ্য ওই ব্যক্তির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
ক্যাসিনোতে এমন ঘটনা এবারই প্রথম নয়। গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে জুয়ার টেবিলে এক ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। ওই ঘটনার ছয় মাস পর ৪৮ বছর বয়সে জাগোলিনজার নামের ওই মার্কিন নাগরিকের মৃত্যু হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]