
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৩ জুন) দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। জার্মান রিসার্স সেন্টার ফর জিওসায়েন্স (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৯৩ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১১টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ৮৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্প আঘাত হানার পর দুলতে থাকা স্থাপনাগুলোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন স্থানীয় বাসিন্দারা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]