
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা ও জলাবদ্ধতা দেখা আকস্মিক বন্যা। এতে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বিশেষ করে এর মধ্য এবং দক্ষিণাঞ্চলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এ পরিস্থিতিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া তীব্র ঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট।
স্থানীয় সময় বুধবার (১২ জুন) বিকেল থেকে মিয়ামি-ডেড, ব্রওয়ার্ড এবং কোলিয়ার কাউন্টির বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর জানায়, আগামী কয়েকদিন ধরে ফ্লোরিডার উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
মেক্সিকোর পূর্ব উপসাগরে নিম্নচাপের কারণে এ ভারি বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, তীব্র বজ্রঝড়ের কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর ও ফোর্ট লডারডেল থেকে হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। বাতিল করা হয় বেশ কয়েকটি বিমানের ফ্লাইট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]