রাশিয়ায় পানিতে ডুবে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:০৭
রাশিয়ায় পানিতে ডুবে চার ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছে ভোলকভ নদীতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মেডিকেল কলেজ পড়ুয়া চারজন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। নিহত চারজনই ভারতীয় বলে জানা গেছে।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮-২০ বছর বয়সী নিহত চারজনের মধ্যে দুজন ছেলে এবং দুজন মেয়ে। তারা প্রত্যেকেই রাশিয়ার ভেলিকি নভগোরড শহরের কাছে নভগোরড স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছিলেন।


জানা যায়, নদীতে নেমে প্রথমে একজন নারী শিক্ষার্থী তলিয়ে যেতে থাকেন। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন পানিতে ডুবে যায়। এ ছাড়া তাদের সঙ্গে থাকা আরও একজন শিক্ষার্থীকে স্থানীয় লোকজন উদ্ধার করতে সক্ষম হয়।


এ ঘটনার পর ভারতের সংশ্লিষ্ট দপ্তর যত তাড়াতাড়ি সম্ভব মরদেহগুলো তাদের পরিবারের কাছে পাঠানোর জন্য রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমনটি জানিয়েছে ভারতীয় দূতাবাস।


মস্কো থেকে ভারতীয় দূতাবাসের পোস্টে বলা হয়, “আমরা যত দ্রুত সম্ভব মরদেহ স্বজনদের কাছে পাঠানোর জন্য কাজ করছি। যে শিক্ষার্থীর জীবন রক্ষা পেয়েছে তার যথাযথ চিকিৎসাও করা হচ্ছে।”


দূতাবাসের পক্ষ থেকে এ ধরনের মৃত্যুর একটি পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ২০২৩ সালে দুইটি ও ২০২২ সালে এমন ছয়টি দুর্ঘটনা ঘটে।


এমন পরিস্থিতিতে রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের সমুদ্রসৈকত, নদী, লেক ও পুকুরে যাওয়ার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


এর আগের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চার শিক্ষার্থীর মৃত্যুর কথা জানায়। তার ভলখভ নদীতে ডুবে মারা গেছেন।


মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সেন্ট পিটার্সবার্গে আমাদের কনস্যুলেট বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com