
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।
নানগারহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক পরিচালক কুরাইশি বাদলন বলেন, মোহমান্দ দারা জেলায় নদী পার হওয়ার সময় নৌকাডুবিতে নারী ও শিশুসহ ২০ জনের মৃত্যু হয়।
বাদলন জানান, গ্রামবাসীদের মতে নৌকাটিতে ২৫ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন বেঁচে গেছেন।
নানগারহার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত একজন পুরুষ, একজন নারী, দু’জন ছেলে ও একজন মেয়েসহ মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
কর্মকর্তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে বলেছেন, উদ্ধারকারীরা এখনো অন্যান্য লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
উল্লেখ্য, এলাকার বাসিন্দারা প্রায়ই গ্রাম ও স্থানীয় বাজারের মধ্যে যাতায়াতের জন্য স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে থাকেন।
সূত্র: এপি/ইউএনবি
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]