
প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এছাড়া শরীরের বিভিন্ন হাঁড়সন্ধিতে ব্যাথাও রয়েছে তার।
সৌদির রয়্যাল কোর্ট জানিয়েছে, বাদশার অসুস্থতার লক্ষণের মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রা এবং শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অসুস্থতার কারণ নির্ণয়ে মেডিকেল টেস্ট করা হবে বাদশা সালমানের। গত এক মাসের মধ্যে এটি তার দ্বিতীয় মেডিকেল টেস্ট। এর আগে এপ্রিলে নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৮৮ বছর বয়সী বাদশাহকে।
২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন বাদশাহ সালমান। এর দুই বছর পর ২০১৭ সালের জুনে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৮)। মূলত এরপর থেকেই তিনি সৌদির নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন
এরপর ২০২২ সালের মে মাসে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় তার কোলোনস্কপি করা হয়েছিল। স্বাস্থ্য পরীক্ষার জন্য এক সপ্তাহের বেশি সময় হাসপাতালে ছিলেন তিনি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]