
রেকর্ড বৃষ্টিপাতের কারণে দুবাইয়ের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে ডুবে গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের একাংশ। এমনকি বৃষ্টিপাতের জেরে এই বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটকে অন্যদিকে ডাইভার্ট করা হয়।
জানা যায়, ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বন্যার ছবি ছড়িয়ে পড়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরের রানওয়ে বন্যার পানিতে ডুবে আছে।
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স-হ্যান্ডেলে জানিয়েছে, বন্যার পানি বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম ২৫ মিনিটের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়।
বিমানবন্দরের কার্যক্রম যত দ্রুত সম্ভব আবারও স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত এ ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে সেখানে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]