
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনিতে আবারও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইতোমধ্যে হামলাকারীকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়া পুলিশ।
সিডনিতে দুই দিন আগে এক শপিং মলে হামলার জেরে অন্ততপক্ষে ৬ জনের মৃত্যু হয়। এক ৯ মাসের শিশুকেও সেখানে ছুরিকাঘাত করতে ছাড়েনি আততায়ী। হামলাকারীকে পরে গুলি করে হত্যা করে পুলিশ।
এই নিয়ে এক সপ্তাহের মধ্যে সিডনিতে পর পর ২টি ছুরি নিয়ে হামলার ঘটনা উঠে এল।
তবে জানা গেছে, চার্চের ভেতরে যাদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, তাদের গুরুতর জখম নেই। আহতদের অ্যাম্বুলেন্সে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে পরপর ছুরি নিয়ে হামলার জেরে আতঙ্ক ছড়িয়েছে সিডনিতে। এই ঘটনার নেপথ্যে কারণ কী হতে পারে? সেটি অবশ্য এখনও জানা যায়নি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]