অস্পষ্ট অবস্থানে চীন, ইরান-ইসরায়েলকে ‘সংযত’ থাকার আহ্বান
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ১৬:১৮
অস্পষ্ট অবস্থানে চীন, ইরান-ইসরায়েলকে ‘সংযত’ থাকার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সম্প্রতি সিরিয়ায় থাকা ইরানের কন্স্যুলেট অফিসে হামলা চালিয়ে কয়েকজন সামরিক কর্মকর্তাকে হত্যা করে ইসরাইল। এর জবাবে সরাসরি ইসরাইলে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এ হামলার নিন্দা জানিয়েছে।


তবে ইসরাইলের বিরুদ্ধে ইরানের এই পদক্ষেপের নিন্দা জানায়নি চীন, কিংবা কোনও পক্ষকেই সমর্থন জানায়নি। এখনও অস্পষ্ট চীনের অবস্থান। বরং চীন বিবদমান উভয় পক্ষকেই ‘সংযত’ থাকার আহ্বান জানিয়েছে।


১৪ এপ্রিল, রবিবার এক বিবৃতিতে চীন সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজক পরিস্থিতি নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। তারা উত্তেজনা এড়াতে উভয় পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাচ্ছে।


ইরানের সঙ্গে চীনের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র চীনের প্রতি আহ্বান জানিয়ে বলেছিল, ইরান যেন ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা না চালায়, সে ব্যাপারে চীন যেন ইরানকে চাপ প্রয়োগ করে।


কিন্তু দৃশ্যত চীনকে এ ব্যাপারে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে দেখা যায়নি বলে জানিয়েছেন নাম প্রকাশের অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা।


গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে তেহরানের কনস্যুলেটে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭ ইরানি জেনারেল নিহত হয়। ওই ঘটনার জেরে ইসরায়েলে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয় ইরান। এরপর আজ রবিবার ভোরে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাল পারস্য অঞ্চলের এ দেশটি।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, তেহরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের একেবারে ভেতরের লক্ষ্যবস্তু নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।


ইরানের এ হামলার পর লেবানন, জর্ডান ও ইরাক তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। ইরান ও ইসরায়েলও সামরিক উড়োজাহাজ বাদে বাকি সব উড়োজাহাজের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে।


এদিকে এ হামলার জবাব দিতে ইসরায়েল প্রস্তুত বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


উদ্ভূত পরিস্থিতিতে আজ রবিবার সন্ধ্যায় জরুরি বৈঠকে বসেছে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।


অন্যদিকে হোয়াটি হাউস জানিয়েছে, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে আজ সন্ধ্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইতিমধ্যে ইরানের হামলা নিয়ে তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com