প্রতিদিন ৩৫০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে গাজায়
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ২১:০৮
প্রতিদিন ৩৫০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে গাজায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের একের পর এক হামলায় গাজা মৃত্যুনগরীতে পরিণত হয়েছে। গাজায় ত্রাণ সরবরাহের পথ খোলার ইসরাইলি ঘোষণার পর পরই যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকায় প্রতিদিন ৩৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে বলে জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।


৫ এপ্রিল, শুক্রবার এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশের বিষয়টি জানিয়েছে।


ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, কারেম আবু সালেম (কারেম শালোম) ক্রসিং দিয়ে দক্ষিণ ইসরায়েলের মধ্য দিয়ে গাজায় ২৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। আর ১০০টি ত্রাণবাহী ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করবে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলে গাজায় ত্রাণ সহায়তা বৃদ্ধি পাবে। এখন প্রতিদিন গাজায় মাত্র ২০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে।


ইসরায়েল ঘোষণা দিয়ে বলেছে, উত্তর গাজায় বেইট হানুন (ইরেজ) ক্রসিং খুলবে। এছাড়া আশদোদ বন্দরের মাধ্যমে সাময়িক সহায়তা সরবরাহের অনুমতি দেবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com