স্পেনের মাদ্রিদে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেছে কৃষকরা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১৬:৩৭
স্পেনের মাদ্রিদে ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেছে কৃষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পেনের মাদ্রিদে রাস্তায় ট্রাক্টর নিয়ে বিক্ষোভ করেছে কৃষকরা। তাদের কৃষি পণ্যের ন্যায্য দামের দাবিতে এই বিক্ষোভ করেছে তারা।


১৭ মার্চ, রবিবার তারা এই বিক্ষোভ করে। এ সময় মাদ্রিদসহ বিভিন্ন জায়গা থেকে কৃষকরা ট্রাক্টর নিয়ে আসেন। কৃষকদের দাবি, ইইউ যে পরিবেশ সংক্রান্ত নীতি নিয়ে চলেছে তা ঠিক নয়। এর ফলে কৃষকদের অবস্থা খারাপ হচ্ছে।


সম্প্রতি ইইউ পরিবেশ সংক্রান্ত নীতিতে পরিবর্তন এনেছে। কিন্তু এই পরিবর্তনের পরেও কৃষকরা বিক্ষোভ দেখিয়েছেন। তাদের দাবি, নীতিতে পরিবর্তন সত্ত্বেও তারা তাদের উৎপন্ন পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। তাদের উপর আর্থিক বোঝা বাড়ছে।


কৃষকরা কৃষি মন্ত্রণালয়ে মিছিল করে যান। তারা জানিয়ে দেন, ইইউ যে পরিবেশ নিয়মে পরিবর্তন এনেছে, তাতে তারা খুশি নন। কৃষকদের হাতে ছিল ব্যানার। তাতে লেখা, 'আমরা অপরাধী নই'।


মার্কোস বলডোমিনোস নামে এক কৃষক বলেন, 'মনে হচ্ছে, ওরা আমাদের গলা কেটে নিতে চায়।' ৫০ কিলোমিটার দূর থেকে আসা এই কৃষকের দাবি, ইইউর আইনের কারণে আমাদের দমবন্ধ লাগছে।


শুক্রবার (১৫ মার্চ) ইইউ পরিবেশ সংক্রান্ত নিয়মে ছাড় দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, 'কৃষকদের জন্যই এটা করা হয়েছে।' কিন্তু ইউনিয়নগুলো জানিয়েছে, এতে কাজ হবে না।


ট্রেড ইউনিয়ন নেতা লুই কর্টেস স্পেন সরকারকে সাবধান করে দিয়ে বলেছে্ন, যদি কোনো সমাধান না হয়, তাহলে তারা চাপ আরো বাড়াবেন। উত্তেজনাও বাড়বে। তিনি অন্তত একমাসের মধ্যে সরকারের প্রতিক্রিয়া চান।


কর্টেস বলেছেন, কৃষকদের সহায়তা করার জন্য আইন হওয়া উচিত। কৃষকদের শস্যের গুণগত মান যাতে বাড়ে তার দিকে লক্ষ্য রেখে পরিবেশগত নিয়ম করা উচিত। ইইউ উপযুক্ত পরিবেশ আইন করুক। এর সঙ্গে কৃষিকে মিশিয়ে দেয়া ঠিক নয়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com