
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেল্টা রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষ থামানোর মিশনে গিয়ে ১৬ নাইজেরিয়ান সৈন্য নিহত হয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ ১৬ মার্চ, শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডেল্টা রাজ্যের বোমাদি অঞ্চলে নিয়োজিত ১৮১ অ্যাম্ফিবিয়াস ব্যাটালিয়নের সৈন্যরা ওকুমা সম্প্রদায়ের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) এ নিহতের ঘটনা ঘটে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল।
আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন একজন কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ সৈনিক। তারা বোমাদির ওকুমা সম্প্রদায়ের মধ্যে চলা সংঘাত মোকাবিলা করতে গেলে সেখানে তাদের ওপর হামলা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ বলেন, হামলার পিছনে কারা দায়ী এবং কেন সংঘর্ষ শুরু হয়েছিল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন সামরিক বাহিনীর প্রধান। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের নির্দেশও দিয়েছেন তিনি। এবং তদন্ত চালাতে এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, ডেলটা রাজ্যে জাতিগত সংঘাতের ঘটনা সাধারণ। জমি ও তেল কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে সেখানে হর হামেশাই সংঘাত হয়, যা প্রাণঘাতী রূপ নেয়। চলতি বছরের শুরুর দিকে মধ্য নাইজেরিয়ার প্লাতু রাজ্যে মুসলিম পশুপালক ও খ্রিষ্টান কৃষি সম্প্রদায়ের মধ্যে সংঘাতে অন্তত ৩০ জন নিহত হয়েছিলেন। এই দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে কয়েক বছর ধরেই উত্তেজনা চলে আসছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]