
চোট পেয়ে গুরুতর আহত হয়েছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরিবারের লোকজন মমতাকে হাসপাতালে নিয়ে যান। তার চিকিৎসা শুরু হয়েছে।
১৪ মে, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক ৮টায় তিনি দুর্ঘটনার স্বীকার হন। চিকিৎসার জন্য তাকে এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়েছে।
গাড়িতে বাড়ি ফেরার পথে তিনি আহত হন বলে জানা যায়। অন্য আরেক সূত্রের দাবি, গাড়ি বাড়িতে ঢোকার পরই দুর্ঘটনা ঘটে। তিনি হাঁটতে গিয়ে পড়ে যান। হাসপাতালে তার কপাল থেকে রক্ত পড়তে দেখা গেছে।
তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মমতার আহত হওয়ার খবর জানানো হয়েছে। কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন মমতা, এমন একটি ছবি পোস্ট করা হয়। তাতে লেখা, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। ওঁর জন্য প্রার্থনা করুন আপনারা'। আবারও মমতার দুর্ঘনার খবরে উদ্বেগ ছড়িয়েছে। কারণ এই নিয়ে পরপর বেশ কয়েকবার দুর্ঘটনায় আহত হলেন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, আজ বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায় এর ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা। বাসায় ফিরে পোশাক পাল্টে হাঁটাহাঁটি করতে থাকেন তিনি। বয়স ৭০ ছুঁইছুঁই হলেও, নিয়মিত হাঁটাহাঁটি করেন মমতা। সেসময়ই ঘরের মধ্যে পড়ে যান এবং শোকেসের কোনায় আঘাত পান। তখন বাড়িতেই ছিলেন কাজরী বন্দ্যোপাধ্যায়, অভিষেক ও আবেশ বন্দ্য়োপাধ্যায়। দ্রুত মমতাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে তার চিকিৎসা শুরু হয়েছে। অ্যাপোলো হাসপাতাল থেকেও একজন বিশেষজ্ঞ এসেছেন। ক্ষতে সেলাই লাগবে বলে জানা গেছে।
বিবার্তা/রোমেল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]