
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের উইঘুর শায়ত্বশাসিত অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমি থেকে ১১ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ২৪ কিলোমিটার দূরে অবস্থিত আকি এলাকা। ৬৮ দূরে রয়েছে ইউসি। ভূমিকম্পের ঝাঁকুনি এই দুই এলাকায় ভালোভাবেই অনুভূত হয়েছে।
আকির স্থানীয় এক বাসিন্দা জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে বাড়িঘর কেঁপে ওঠে। যখনই বিষয়টি বুঝতে পারেন, তখন ঘর থেকে বাইরে বের হয়ে যান।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ভূমিকম্পের কারণ বিদ্যুৎ বিতরণে কোনো সমস্যা হয়নি এবং স্থানীয় কোনো ট্রেনও বন্ধ হয়নি।
সূত্র: সিজিটিএন
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]