
প্রেসিডেন্ট পদে থাকা অবস্থায় ফৌজদারি অপরাধের অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প (৭৭)। ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার করা যেতে পারে বলে রায় দিয়েছেন একটি মার্কিন আদালত।
নির্বাচনে হস্তক্ষেপের মামলায় ট্রাম্প দাবি করেছিলেন যে, রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বের মধ্যে পড়ে এমন কাজের জন্য তিনি ফৌজদারি অভিযোগ থেকে মুক্ত ছিলেন।
কিন্তু মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসির রায় সেই দাবিকে বাতিল করে দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি একটি ধাক্কা। তিনি অনেক বছর ধরে রাষ্ট্রপতির পদে থাকা অবস্থার কথা উল্লেখ্য করে একাধিক মামলা লড়ছিলেন।
সাবেক এই রাষ্ট্রপতি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যেতে পারে যেখানে রক্ষণশীলদের ৬-৩ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে হস্তক্ষেপের মামলার বিচার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফেডারেল বিচারক তানিয়া চুটকান এই আদেশ দেন।
সূত্র: বিবিসি
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]