
সিরিয়া এবং ইরাকে মার্কিন বাহিনী যে বিমান হামলা চালিয়েছে তা আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে মন্তব্য করেছে রাশিয়া।
সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে বেআইনিভাবে হামলা চালিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও উসকে দিচ্ছে। ইরাক, সিরিয়া ও ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আবারও আমেরিকা মধ্যপ্রাচ্য নীতিতে তাদের আগ্রাসী মনোভাব প্রকাশ করেছে যা আন্তর্জাতিক আইনে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।
রাশিয়ার এ কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকা তিনটি দেশে বিমান হামলা চালিয়ে মূলত আগুনে পেট্রোল ঢেলেছে যা সরাসরি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। আমেরিকার এই ভূমিকার কারণে আন্তর্জাতিক সংকটে জাতিসংঘের ভূমিকাও গুরুত্বহীন হয়ে পড়েছে। সিরিয়ায় আমেরিকা যেসব ঘাঁটি তৈরি করেছে সেগুলো সম্পূর্ণভাবে অবৈধ কারণ দামেস্কের অনুমতি না নিয়েই আমেরিকা সিরিয়ায় এসব ঘাঁটি গেঁড়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]