
নতুন বছরের শুরু থেকে হামলা-পাল্টাহামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। যুদ্ধের জন্য নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে উভয় দেশ। তবে এবার ইউক্রেনের এক ভয়ংকর পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে রাশিয়া। রাশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে বিস্ফোরক পরিবহন করা একটি বিস্ফোরকভর্তি ব্যাগ জব্দ করেছে জর্জিয়ার নিরাপত্তা বাহিনী।
৫ জানুয়ারি, সোমবার সংবাদম্যাধ্যম আরটি জানিয়েছে, জর্জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সংস্থা ইউক্রেনীয় বন্দর শহর ওডেসা থেকে ১৪ কেজি ওজনের ৬টি অত্যাধুনিক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এগুলো কার্গোতে করে পরিবহন করা হয়েছিলো। এসব বিস্ফোরক দিয়ে রাশিয়ার শহর বিশেষত ভোরোনেজে হামলার পরিকল্পনা করা হচ্ছিলো বলে জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিস জানায়।
রাশিয়ার জর্জিয়া স্টেট সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা ইউক্রেনের বিস্ফোরকের একটি চালান জব্দ করেছে। ওই চালানটি তৃতীয় দেশকে ব্যবহার করে রাশিয়ায় ভয়াবহ হামলা চালানোর জন্য পাঠানো হচ্ছিল।
এক বিবৃতিতে এজেন্সি জানিয়েছে, জব্দ করা চালানটিতে ১৪ কেজি ওজনের ৬টি অত্যাধুনিক বিস্ফোরক ছিল। এগুলো ইউক্রেনের ওডেশা বন্দর থেকে পাঠানো হয়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, এসব বিস্ফোরক জর্জিয়া রাজ্যে একটি মিনিভ্যান থেকে জব্দ করা হয়েছে। এর আগে এগুলো গত ১৯ জানুয়ারি থেকে রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্ক দিয়ে সেখানে প্রবেশ করেছে। এগুলো গাড়িটির ব্যাটারির পাশে লুকানো ছিল।
সংস্থাটি জানিয়েছে, বিস্ফোরকের এ চালানটির সঙ্গে জর্জিয়ার সাতজন, ইউক্রেনের তিনজন এবং আর্মেনিয়ার দুজন জড়িত রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা বিস্ফোরক পরিবহনের বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন। এ ছাড়া এ ঘটনার সঙ্গে ইউক্রেনের এমপি আন্দ্রে শারাশিদজ সরাসরি জড়িত বলেও দাবি সংস্থাটির। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দলের সদস্য।
সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, সন্ত্রাস দমন বিভাগের অভিযান ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এবং উদ্ধার করা প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া গেছে, এসব বিস্ফোরক রাশিয়ার ভরোনেজ শহরে পাঠানো হচ্ছিল।
জব্দ হওয়া এসব বিস্ফোরকে মিলিটারি সি-৪ গ্রেড প্লাস্টিক মিলেছে যা উচ্চপর্যায়ের বিশেষজ্ঞদের দ্বারা তৈরি করা হয়েছিল। এটি কোনো জনবহুল এলাকায় বিস্ফোরিত হলে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অনেক হতাহতের আশঙ্কা ছিল।
বিস্ফোরকগুলি রোমানিয়া, বুলগেরিয়া এবং তুর্কি হয়ে একটি মিনিভ্যানে করে জর্জিয়ায় আনা হয়। স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর মিনিভ্যানের তল্লাশি চালানোর পর এই বিস্ফোরকগুলো উদ্ধার করে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির তত্ত্বাবধানে ইউক্রেনীয় এমপি শরশিদজে এই অপারেশনে নিযুক্ত বলে জানিয়েছেন সংস্থাটি। জর্জিয়ায় কোনো ধরনের সহিংসতার পরিকল্পনা ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
যদিও জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের এই দাবি নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি কিয়েভ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]