মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৫
মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক। টানা এক দশকের বেশি সময় ধরে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের পর গত বছরই কায়রোর সঙ্গে সম্পর্ক মেরামত করে আঙ্কারা। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এক বছরের মাথায় ড্রোন বিক্রির সিদ্ধান্তের কথা জানালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর রয়টার্সের।


রবিবার (৪ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এক দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিসরে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক।


তুরস্ক ও মিশরের মধ্যে এক দশক ধরে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছিল। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর ড্রোন বিক্রির এই সিদ্ধান্ত এলো।


২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিসরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে দুই দেশ।


তবে তুরস্কে ২০২৩ সালে ফেব্রুয়ারির ভূমিকম্প ও মে মাসে রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের পুনর্নির্বাচনের পর সম্পর্কের বরফ গলাতে দুপক্ষই এগিয়ে আসে। ১৩ বছর পর সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে গত জুলাই মাসে রাষ্ট্রদূত নিয়োগ দেয় তুরস্ক ও মিসর।


তুরস্কের বেসরকারি ‘এ হাবের’ টিভি চ্যানেলকে ফিদান বলেন, মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুরস্কের নেতা। আগামী ১৪ ফেব্রুয়ারি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মিশর যাওয়ার কথা রয়েছে।


গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে আঙ্কারা ও কায়রোর কূটনৈতিক সম্পর্কোন্নয়নের পর এই প্রথম মিশর সফরে যাচ্ছেন এরদোয়ান। এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট আবদেল আল-সিসির সঙ্গে বৈঠক করবেন।


তুরস্কের বেসরকারি ‘এ হাবের’ টিভি চ্যানেলকে ফিদান বলেন, মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুরস্কের নেতা।


তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশর যাতে কিছু প্রযুক্তি পায়, সে জন্য আমাদের সম্পর্ক স্বাভাবিক করাটা গুরুত্বপূর্ণ। মিশরকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে আমাদের একটি চুক্তি রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।


সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন যুদ্ধে সফল ব্যবহারের পর আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের ড্রোনের কদর বেড়েছে। নীল নদের ওপর জলবিদ্যুৎ নির্মাণ নিয়ে ইথিওপিয়ার সঙ্গে শীতল সম্পর্ক যাচ্ছে মিশরের। তুরস্ক থেকে ড্রোন কেনা দেশগুলোর মধ্যে ইথিওপিয়াও রয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com