ভারতীয় সামরিক তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার দূতাবাস কর্মী
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৫
ভারতীয় সামরিক তথ্য পাকিস্তানে পাচার, গ্রেফতার দূতাবাস কর্মী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কোতে ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস)। তাঁকে মিরাটে গ্রেফতার করা হয়।


গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সতেন্দ্র সিওয়াল। তিনি বিদেশ মন্ত্রকের মাল্টি-টাস্কিং স্টাফ (এমটিএস) হিসাবে কাজ করছিলেন। নিজের পদমর্যাদাকে কাজে লাগিয়েই ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিতেন।


এনডিটিভির খবরে বলা হয়েছে, সূত্র মারফত ওই ব্যক্তির কার্যকলাপ জানতে পারে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা। ৪ ফেব্রুয়ারি, দূতাবাসের কর্মীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস।


খবরে বলা হয়েছে, মূলত তিন ধরনের তথ্য পাচার করতেন সত্যেন্দ্র। প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা আগাম ফাঁস করে দিতেন। এছাড়াও দেশের নানা সীমান্তে সেনা মোতায়েন সংক্রান্ত তথ্যও পৌঁছে যেত আইএসআইয়ের হাতে।


ভারতীয় গোয়েন্দাদের অনুমান, বেশ কয়েকদিন ধরেই তথ্য পাচার করেছেন সত্যেন্দ্র। তাকে ধরতেই শুরু হয় বিশেষ অপারেশন। গোয়েন্দা সূত্রের খবর, মোটা টাকার লোভ দেখিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মীদের হাত করার চেষ্টা করছে পাকিস্তান। সেই সূত্র ধরেই সত্যেন্দ্রকে প্রথমে সমন পাঠানো হয় উত্তরপ্রদেশ এটিএসের দফতরে। সেখানে তার বয়ানে প্রচুর অসংগতি ধরা পড়ে। লাগাতার জেরার মুখে পড়ে তথ্য পাচারের অভিযোগ স্বীকার করেন সত্যেন্দ্র। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় তাকে।


উত্তরপ্রদেশ সন্ত্রাস দমন শাখা বিবৃতি প্রকাশ করে সত্যেন্দ্রর গ্রেফতারের খবর জানানো হয়। তাদের দাবি, সত্যেন্দ্রর মতো আরও অনেক ভারতীয় কর্মীদের টাকার লোভ দেখাচ্ছে আইএসআই। টাকার বিনিময়ে ভারতের গোপন তথ্য কিনে নিচ্ছে তারা। এটি ভারতের নিরাপত্তার জন্য খুবই আশঙ্কাজনক।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com