
জানুয়ারিতে বিশ্বে খাদ্যমূল্য অব্যাহতভাবে কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)। সংস্থাটির খাদ্যমূল্য সূচক থেকে এ তথ্য জানা গেছে।
শুক্রবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে।
বিবৃতিতে বলা হয়, গম ও ভুট্টার দাম কমায় খাদ্যমূল্য কমেছে। এফএও-এর খাদ্যমূল্য সূচক বিশ্ব বাজারে বিভিন্ন খাদ্যপণ্যের দামের মাসিক পরিবর্তন পরিমাপ করে।
সেই অনুযায়ী জানুয়ারিতে খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট, যা গত ডিসেম্বরের তুলনায় ১ শতাংশ এবং গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম।
সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানি মূল্য কমেছে। এতে এফএও-এর সিরিয়াল মূল্য সূচক আগের মাসের তুলনায় ২.২ শতাংশ কমেছে। পাশাপাশি ভূটার দামও কমেছে।
এদিকে গত সাতমাস ধরে মাংসের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে। গত ডিসেম্বরের তুলনায় এই হার ১.৪ শতাংশ কমেছে। তবে আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক ০.৮ শতাংশ বেড়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]