হাসপাতালে ছদ্মবেশে ঢুকে ইসরায়েলি হত্যাকাণ্ড, ইরানের নিন্দা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:০২
হাসপাতালে ছদ্মবেশে ঢুকে ইসরায়েলি হত্যাকাণ্ড, ইরানের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিকিৎসক ও বেসামরিক মানুষের বেশে গাজার পশ্চিম তীরের জেনিন শহরে একটি হাসপাতালে ঢুকে তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বিশেষ বাহিনী।


৩০ জানুয়ারি, মঙ্গলবার গাজার পশ্চিম তীরে ইবনে সিনা হাসপাতালে এ ঘটনা ঘটে।


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি ইবনে সিনা হাসপাতালে ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন।


তিনি বলেন, এই সন্ত্রাসী পদক্ষেপের ব্যাপারে বিশ্বের দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো উদাসীন থাকবে না বলে আশা করছি। এই ‘বর্বরোচিত কর্মকাণ্ড’ সন্ত্রাসবাদকে স্বাভাবিক করার ক্ষেত্র তৈরি করতে পারে। এই ঘটনাকে বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা হিসেবে চিহ্নিত করা উচিত।


এসময় কানানি হাসপাতালে নিহত তিনজনকে ‘আহত ফিলিস্তিনি’ বলে উল্লেখ করেছেন।


তিনি বলেন, এটা দুঃখজনক যে ইসরায়েলের সমর্থকরা ‘দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির বৈধ প্রতিরক্ষার’ নিন্দা জানাচ্ছে। অন্যদিকে ‘ইহুদিবাদীদের গণহত্যা মেশিন’ এগিয়ে যাওয়ার সময় নীরব ভূমিকা পালন করছে।


এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া হাসপাতালের সিসিটিভির ফুটেজে দেখা গেছে, বাহিনীর প্রায় ১২ জন ছদ্মবেশে ইবনে সিনা হাসপাতালে ঢুকে পড়েছেন। সেখানে তিনজন নারীর বেশে আর দুজন ছিলেন চিকিৎসকের বেশে। তারা অস্ত্র হাতে হাসপাতালের বারান্দা দিয়ে ছোটাছুটি করছেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com