
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস রাজ্যে ছোট আকারের একটি বিমান দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে।
২৯ জানুয়ারি, সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা এএফপি’কে জানান, এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান ব্রাজিলের ক্যাম্পিনাস ছেড়ে যাওয়ার পর দেশটির ইতাপেভা শহরের মধ্য আকাশে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে করে ভ্রমণ করা সাতজন প্রাণ হারায়।
দমকল বিভাগের আপডেট করা এক বিবৃতিতে বলা হয়, অগ্নিনির্বাপক কর্মীরা দুর্ঘটনার কবলে পড়া বিমানটি থেকে সাতজনের লাশ উদ্ধার করেছে। এর আগে এ বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজনের মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছিল।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]