
কয়েক মাস আগে শেষ হয়েছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপের পার্লামেন্টের নির্বাচন। জয় পেয়েছে চীনপন্থি মোহামেদ মুইজ্জুর দল। জয়ের পর যদিও চীনকে খুব করে পাশে চাইছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এর মধ্যেই এবার পার্লামেন্টের ভেতর মারামারিতে জড়িয়েছেন দেশটির ক্ষমতাসীন জোট ও বিরোধী দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার হ্যান্ডেলে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিরোধী দলের এমপি ইসাকে বাধা দিচ্ছেন সরকারি জোটের এমপি আব্দুল্লাহ শাহীম। ওই সময় আব্দুল্লাহর চুল ধরে টানাটানি করে তাকে লাথিও মারেন ইসা। এছাড়াও স্পিকারের কানের কাছে জোরে জোরে বাঁশি বাজাতে দেখা গেছে এমপি আব্দুল্লাহ শাহীমকে।
মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। রবিবার (২৮ জানুয়ারি) প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর মন্ত্রীসভার সদস্যদের অনুমোদন দিতে ডাকা সংসদের বিশেষ অধিবেশনে এই ঘটনাটি ঘটে।
মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। সরকারি দলের এমপিরা বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন। এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি লেগে যায়। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই এমপি। তারা একে অন্যকে কিল ঘুষিও মেরেছেন।
জানা গেছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। এ সময় বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশে বাঁধা দেন সরকার দলের এমপিরা। এতে করেই দুপক্ষের মাঝে হাতাহাতি-মারামারি লেগে যায়। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে স্পিকারের পদত্যাগ দাবি করেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জো।
এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]