
পূর্ব বেলজিয়ামের একটি এরোড্রোমে প্রবল বাতাসে অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বিমান গাড়ির উপর আছড়ে পরে। এতে দু'জন নিহত হয়েছে।
২৮ জানুয়ারি, রবিবার এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলের স্পা নামক স্থানের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা চালায় ছোট বিমানটি। কিন্তু ঝড়ো বাতাসের কারণে সেটি সফলভাবে অবতরণ করতে পারেনি। এর বদলে বিমানটি পাশের রাস্তায় পার্ক করে রাখা একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে গাড়ি এবং বিমান দুটিতেই আগুন ধরে যায়।
স্থানীয় পুলিশ কমান্ডার জিন-মিশেল লেজিউন এএফপিকে জানিয়েছেন, বিমানটি অবতরণে ব্যর্থ হয় এবং স্পা-এর অ্যারোড্রোমের কাছে রাস্তায় পার্ক করা একটি গাড়ির সাথে বিমানটির সংঘর্ষ হয়, যার ফলে উভয় গাড়িতেই আগুন লেগে যায়।
বিমানের পাইলট জার্মানির নাগরিক। তার সঙ্গে থাকা অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের এ কমান্ডার।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, যে গাড়ির ওপর বিমানটি আছড়ে পড়েছে সেটির চালক গাড়ি পার্ক করে সিগারেট খেতে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় গাড়ির ভেতর না থাকায় তিনি প্রাণে বেঁচে যান।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]