তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১২:১৯
তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির চুক্তি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ আলোচনার পর অবশেষে তুরস্কের কাছ এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৬ জানুয়ারি) ২৩ বিলিয়ন ডলারের চুক্তির অনুমোদন করেছে ওয়াশিংটন। এর আগে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য সুইডেনকে অনুমোদন দেয় তুরস্ক।


যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়ার জন্য মার্কিন কংগ্রেসের সিনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভের শীর্ষ আইনপ্রণেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে যত দ্রুত সম্ভব তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়ার প্রক্রিয়া শুরু করার জন্য প্রেসিডেন্ট বাইডেন মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।


মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে ও দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধবিমান আপগ্রেড করবে।


একজন মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়া হলেও এখনো লেনদেনের ব্যাপার সবুজ সংকেত দেওয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের তথ্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে।


একজন মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়া হলেও এখনো লেনদেনের ব্যাপার সবুজ সংকেত দেয়া হয়নি। ন্যাটোতে সুইডেনের চূড়ান্ত অনুমোদনের তথ্য ওয়াশিংটনে পৌঁছালেই তা শুরু হবে।


মঙ্গলবার (২৩ জানুয়ারি) তুরস্কের পার্লামেন্ট সুইডেনের ন্যাটো সদস্যপদের আবেদন অনুমোদন করেছে। এর ফলে সুইডেনের এখন ন্যাটোর সদস্য হতে আর কোনো বাধা থাকল না। এ দিকে সূত্রগুলো জানিয়েছে, তুরস্কের পার্লামেন্টে এই অনুমোদন দেয়ার পর বুধবার বাইডেনের চিঠিটি পাঠানো হয়েছিল।


উল্লেখ্য, তুরস্ক ২০২১ সালের অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং ৭৯টি আধুনিকীকরণ কিট কেনার জন্য অনুরোধ জানিয়ে একটি চিঠি দিয়েছিল। বাইডেন প্রশাসন গত বছরের জানুয়ারিতে অনানুষ্ঠানিকভাবে এ বিক্রয়ের বিষয়ে কংগ্রেসকে অবহিত করেছিল। এই বিষয়ে আলোচনা শুরু করার জন্য কংগ্রেসের সঙ্গে একটি পর্যালোচনা প্রক্রিয়া শুরু করেছিল।


এদিকে মানহানি মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও ৮ কোটি ডলার পরিশোধ করতে বলেছেন আদালত। মামলার বাদীকে এই অর্থ পরেশোধ করতে হবে। এর আগে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন লেখক ই জেন ক্যারল। কিন্তু তার এই দাবিকে অস্বীকার করেন ট্রাম্প।


শুক্রবার (২৬ জানুয়ারি) সাতজন পুরুষ ও দুই নারীর একটি জুরি এলে ম্যাগাজিনের সাবেক কলামিস্ট ই জেন ক্যারলকে এই অর্থ পরিশোধ করতে বলা হয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com