মিয়ানমারে সংঘাত, শরণার্থী অনুপ্রবেশের শঙ্কায় ভারতসহ প্রতিবেশী দেশগুলো
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ২১:৩৪
মিয়ানমারে সংঘাত, শরণার্থী অনুপ্রবেশের শঙ্কায় ভারতসহ প্রতিবেশী দেশগুলো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিয়ানমারে আরাকান আর্মিসহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর অব্যাহত হামলায় দুই দিনে সামরিক বাহিনীর শতশত সেনা হতাহত হয়েছে। সেনা ঘাঁটি হাত ছাড়াসহ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এতে নতুন করে মিয়ানমার থেকে শরণার্থী অনুপ্রবেশের শঙ্কায় ভারতসহ প্রতিবেশী দেশগুলো।


মিয়ানমারের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, শান, চিন, রাখাইন রাজ্য ছাড়াও সাগাইং অঞ্চলে সেনাবাহিনীর বিরুদ্ধে পিপলস্ ডিফেন্স ফোর্স, আরাকান আর্মিসহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর তীব্র প্রতিরোধ যুদ্ধ চলছে। শান প্রদেশের উত্তরাঞ্চলীয় নামপাকা গ্রাম ও কুকাই শহরে হামলা শেষে ফিরে যাওয়ার সময় যুদ্ধবিমান ভূপাতিত করেছে দ্য কাচিন ইনডিপেন্ডেন্স আর্মি। এনিয়ে গত দুই সপ্তাহে দু'টি যুদ্ধবিমান ভূপাতিত হলো।


রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে তুমুল সংঘর্ষের পর আরাকান আর্মির কাছে সপরিবারে আত্মসমর্পণ করে একটি ব্যাটালিয়নের সেনা সদস্যরা। এনিয়ে তিনদিনে জান্তা বাহিনীর কয়েকশ সেনা আত্মসমর্পণ করলো। জব্দ হয়েছে বিপুল পরিমাণ গোলাবারুদ। গত ১৩ নভেম্বর থেকে তীব্র আকার নেয়া প্রতিরোধ যুদ্ধে শুধু আরাকান রাজ্যেই সামরিক জান্তা বাহিনীর দেড় শতাধিক ঘাঁটির পতন হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com