ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:০৪
ইয়েমেনে ফের যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য চতুর্থবারের মতো হামলা চালিয়েছে।


১৮ জানুয়ারি, বৃহস্পতিবার হুথি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।


এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে।


হুথিদের ‘আল মাসরিয়া’ টিভিতে তাদের এক সামরিক কর্মকর্তা বলেছেন, আমেরিকা ও ব্রিটেন যে ধরনের আগ্রাসনই চালাক না কেন দখলকৃত ফিলিস্তিনী বন্দর লক্ষ্য করে চলাচলকারী ইসরায়েলী জাহাজে আমাদের হামলা অব্যাহত থাকবে।


আল মাসরিয়া ও হুথি বার্তা সংস্থা ‘সাবা ডট নেটে’র খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বন্দরনগরী হোদেইদা ও তায়েজ শহরসহ হুথি লক্ষ্যবস্তুতে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে।


এদিকে সিবিএস ও সিএনএনসহ মার্কিন সংবাদ মাধ্যমও ইয়েমেনে হুথি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে।


উল্লেখ্য, গাজায় অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের প্রতিবাদে ইরান সমর্থিত হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালাতে শুরু করে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com