উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তান সীমান্তে ইরানি কর্নেলকে হত্যা
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১৫:৫৩
উত্তেজনার মধ্যেই এবার পাকিস্তান সীমান্তে ইরানি কর্নেলকে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান-ইরান চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় হোসেইন আলী জাওয়ানফার নামে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একজন কর্নেলকে গুলি করে হত্যা করা হয়েছে।


বুধবার (১৭ জানুয়ারি) সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন।


বিষয়টি নিশ্চিত করে আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতিতে জানানো হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসি'র সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন।


এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও আইআরজিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে।


সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে প্রদেশের সারাভান সফরে গিয়েছিলেন কর্নেল জাওয়ানফার।


প্রতিবেদনে জানানো হয়, সুন্নি মুসলিমদের একটি চরমপন্থি গ্রুপ জইশ আল-আদল এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এছাড়া কর্নেল জাওয়ানফারের দুই ‘দেহরক্ষী’ তাদের সদস্যদের হাতে নিহত হয়েছে বলে দাবি করেছে জইশ আল-আদল।


উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (১৬ জানুয়ারি) গভীর রাতে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে স্থানীয় জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।


আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়েছিল। গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গি গোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে।


অন্যদিকে, ইরানের এ হামলার ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তেহরানে ‘প্রতিশোধমূলক’ হামলা চালিয়েছে ইসলামাবাদ। এতে চার শিশু ও তিন নারীসহ ৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com