ট্রাম্পকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিবেক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৮:০৮
ট্রাম্পকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিবেক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী। দেশটির আইওয়া ককাস অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরই দলীয় মনোনয়ন পাওয়ার দৌড় থামিয়ে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিবেক রামাস্বামী। ট্রাম্পকে সমর্থন দিয়ে এ বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে চলে গেলেন তিনি।


সোমবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের আইওয়া ককাসের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে ব্যাপক ব্যবধানে বিজয়ী হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরই দলীয় মনোনয়নের লড়াই থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ব্যবসায়ী উদ্যোক্তা বিবেক রামাস্বামী। নিজের প্রার্থিতা প্রত্যাহার করে তিনি সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।


বিবেক রামাস্বামী রাজনৈতিক অঙ্গনের কেউ নন। তিনি আকস্মিক রাজনীতিতে নামেন। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচন করতে চান। অভিবাসন বিষয়ে তার দৃঢ় মতামত, আমেরিকা-ফার্স্ট নীতির প্রতি তার অবস্থানের কারণে খুব দ্রুতই আকর্ষণ এবং রিপাবলিকান ভোটারদের সমর্থন পেয়ে যান।


তার নির্বাচনি কৌশল অনেকটা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মতো। বক্তব্য, কথাবার্তা এবং নীতির ক্ষেত্রে দুজনের অবস্থান কাছাকাছি।


বিবেক রামাস্বামী ভারতীয় অভিবাসী পিতামাতার সন্তান। তার পিতামাতা কেরালা থেকে যুক্তরাষ্ট্রে চলে যান। ট্রাম্পের যেখানে আধিপত্য সেই রিপাবলিকানদের মধ্যে অস্বাভাবিক একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হতে থাকে তাকে। কিন্তু আইওয়া ককাসের ভোটের শেষ দিনগুলোর কয়েকদিন আগে থেকে পরিস্থিতি তার বিরুদ্ধে চলে যেতে থাকে। ট্রাম্প সরাসরি তাকে আক্রমণ করে কথা বলতে থাকেন।


বিবেক রামাস্বামীকে ট্রাম্প তার সামাজিক প্লাটফরম ট্রুথ সোশ্যালে একজন প্রতারক হিসেবে আখ্যায়িত করেন। আইওয়া রাজ্যে বিবেক রামাস্বামী পান শতকরা প্রায় ৭.৭ ভাগ ভোট। এর মধ্য দিয়ে তিনি সেখানে চতুর্থ হন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com