বিমানের পাইলট থেকে ‘মিস আমেরিকা’ খেতাব জিতলেন মার্শ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:৪৬
বিমানের পাইলট থেকে ‘মিস আমেরিকা’ খেতাব জিতলেন মার্শ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২২ বছর বয়সী মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা ম্যাডিসন মার্শ 'মিস আমেরিকা ২০২৪' হয়েছেন। তিনিই প্রথম সক্রিয় বিমান বাহিনীর কর্মকর্তা যিনি এই খেতাব জিতেছেন।


১৪ জানুয়ারি, রবিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। আর সেখানেই সেরা সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন মার্কিন বিমান বাহিনীর ২২ বছর বয়সী এই সেকেন্ড লেফটেন্যান্ট।


১৫ জানুয়ারি, সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।


ম্যাডিসন মার্শ পেশায় মার্কিন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। একইসঙ্গে হার্ভার্ড কেনেডি স্কুলের পাবলিক পলিসি প্রোগ্রামের মাস্টার্সের শিক্ষার্থীও তিনি।


সংবাদমাধ্যম বলছে, ম্যাডিসন মার্শ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ৫১ জন প্রতিযোগীকে পরাজিত করে মিস আমেরিকা ২০২৪ প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেন।


এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি। ‘মিস আমেরিকা ২০২৩’ বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন।


প্রশ্নোত্তর পর্বের সময়, ম্যাডিসনকে মিস আমেরিকা হিসাবে তার লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নতুন এই মিস আমেরিকা তার সামরিক পরিচয়কে ‘আবেগের সঙ্গে’ শেখার এবং নেতৃত্ব দেওয়ার প্রতি তার প্রতিশ্রুতির কথা জানান। আবেগতাড়িত মার্শ ২০১৮ সালে অগ্ন্যাশয়ের ক্যানসার আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যুর কথাও বলেন।


খেতাব জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যেকোনও কিছুই অর্জন করতে পারেন। আকাশও আপনার সীমা নয় এবং আপনিই কেবল আপনাকে থামাতে পারেন।’


প্রসঙ্গত, গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেছিলেন ম্যাডিসন। তিনি ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি স্নাতক হন। মিস আমেরিকা বিজয়ী হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছেন।


জয়ের পর মার্কিন বিমান বাহিনী টুইটারে লিখেছে, 'আমাদের নিজের #Airman দ্বিতীয় লেফটেন্যান্ট ম্যাডিসন মার্শ ওরফে মিস কলোরাডোকে অভিনন্দন, যিনি সবেমাত্র 2024 Miss America- মুকুট জিতেছেন! মার্শ প্রথম সক্রিয়-কর্তব্যরত সেনা সদস্য যিনি শিরোপা জিতেছেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com