ইসরায়েলি হামলায় হামাসের কাছে থাকা দুই বন্দির মৃত্যু
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৬
ইসরায়েলি হামলায় হামাসের কাছে থাকা দুই বন্দির মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের হামলায় গাজায় হামাসের হাতে বন্দি দুই ইসরায়েলির মৃত্যু হয়েছে। হামাস এক ভিডিও বার্তায় নিহত দুই বন্দির লাশ দেখানো হয়েছে।


১৬ জানুয়ারি, মঙ্গলবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।


ওই ভিডিও বার্তায় হামাস জানিয়েছে, গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তারা।


আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। সোমবার কাসাম ব্রিগেডসের প্রকাশিত ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনজন ইসরায়েলি বন্দি ক্যামেরার সামনে কথা বলছেন, সম্ভবত চাপের মুখে।


তবে ইসরায়েল তাদের হামলায় দুই বন্দি নিহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বন্দিদের মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন হামাসের বিরুদ্ধে।


এদিকে ইসরায়েল জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তাদের আরও এক সেনা নিহত হয়েছে। এ সময় একই ব্যাটালিয়নের আরও এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, নিহত ওই সেনার বয়স আনুমানিক ২১ বছর। তিনি ৫৫তম ব্রিগেডের ৭১৫৫তম ব্যাটালিয়নের সদস্য। এছাড়া আহত সেনা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০৩তম ব্যাটালিয়নের সদস্য। দক্ষিণ গাজার পৃথক ঘটনায় তিনি আহত হন। সূত্র: আল জাজিরা


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com