
বর্তমান ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনি নীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মূলত সাবেক আরেক বহুল আলোচিত-সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের আসন্ন নির্বাচনে বাইডেনের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হিসাবেই দেখছেন ওবামা।
রবিবার (৭ জানুয়ারি) বাইডেনের নির্বাচনি দলের সদস্যরা জানান, আমরা সকলে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচন থেকে দূরে রাখতে একত্রিত হয়েছি।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে হোয়াইট হাউজে ওবামা নিজের শঙ্কা নিয়ে বাইডেনের সাথে আলাপ করেন।
সেসময় দুজনে এক মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন। উইলমিংটন ডেলাওয়্যারের প্রাচারাভিযানে সেখানে অবস্থানরত নীতিনির্ধারকদের ব্যাপারে সচেষ্ট হওয়ার পাশাপাশি নিজের প্রচারণা শক্তিশালী করতে বাইডেনকে তাগিদও দেন ওবামা।
এদিকে বিশ্লেষকরা ধারণা করছেন, ট্রাম্পকে আসন্ন মার্কিন নির্বাচনে হালকাভাবে নিচ্ছেন না কেউই। আবার অনেক ট্রাম্প সমর্থকরা বাইডেনের সার্বিক নীতির কড়া সমালোচনা করে জানিয়েছেন, শুধুমাত্র ট্রাম্পকেই তারা আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]