
মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আরসাদ (৩৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার (৭ জানুয়ারি) ক্লুয়াংয়ের ৬৬ জালান কোতা তিঙ্গি নামক স্থানে রাত সাড়ে ১০টার দিকে একটি পেরোডুয়া মাইভি ও আরেকটি হোন্ডা অ্যাকর্ড প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
ক্লুয়াং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার বাহরিন মোহাম্মদ নহ জানান, নিহত বাংলাদেশি স্থানীয় একটি পাম ওয়েল বাগানে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আরসাদ জহুরের ক্লুয়াং থেকে কোতা তিঙ্গি যাওয়ার পথে সামনে থাকা পেরোদুয়া মাইভি গাড়ির সঙ্গে ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। এরপর পেছন দিক থেকে আসা আরেক প্রাইভেটকার তাকে চাপা দিলে আরসাদের মাথা ও শরীরে গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাহরিন জানান, নিহত বাংলাদেশির লাশ ময়নাতদন্তের জন্য ক্লুয়াং হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে বলেও জানা গেছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]