
ফিলিস্তিনি গাজা উপত্যকায় গত তিন মাসের সংঘাতে জনপদ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং এই অঞ্চলের ১১ লাখ শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে। বলে সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
বার্তাসংস্থা এএফপির শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গাজার বেশিরভাগ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ‘গাজা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে’ বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জরুরি মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়ক মার্টিন গ্রিফিথ।
শিশুদের জীবন ঝুঁকির পেছনে কারণ হিসেবে ক্রমশ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠা সংঘাতের মুখোমুখি হওয়া, অপুষ্টিতে ভোগা ও জরুরি স্বাস্থ্যসেবা না পাওয়াকে চিহ্নিত করেছে সংস্থাটি।
জাতিসংঘ আরও জানায়, গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং নানা সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে বড় আকারের মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]