
কেন্দ্রীয় জাপানের ইশিকাওয়া প্রদেশে সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে এবং এখনও ২০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাপানের কর্তৃপক্ষ।
নতুন বছরের প্রথম দিনই জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও ১৫৫টি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের বেশিরভাগেরই মাত্রা ছিল ৩-এর বেশি। এতে আজ শনিবার (৬ জানুয়ারি) পর্যন্ত ১২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ২০১৬ সালের কুমামোতো ভূমিকম্পের পর এই প্রথম কোনো ভূমিকম্পে শতাধিক প্রাণহানি ঘটল।
এই ভূমিকম্পের জেরে দেশটিতে সুনামিও আঘাত হানে। ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চলের ওয়াজিমা শহরে ১ দশমিক ২ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানে। এতে গত মঙ্গলবার (২ জানুয়ারি) পর্যন্ত অন্তত ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
ভূমিকম্পে ইশিকাওয়া প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুজু ও ওয়াজিমা শহরে। এই দুই শহরে অসংখ্য ঘরবাড়ি ও বহুতল ভবন ভেঙে পড়েছে। এতে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]