আরও ১৪০ রোহিঙ্গা শরণার্থী পৌঁছাল ইন্দোনেশিয়ায়
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯
আরও ১৪০ রোহিঙ্গা শরণার্থী পৌঁছাল ইন্দোনেশিয়ায়
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত এক সপ্তাহে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে কমপক্ষে ১৪০ জন রোহিঙ্গার আগমন ঘটেছে। শনিবার রাতে তারা উত্তর সুমাত্রার ডেলি সারদাং এলাকায় নৌকাতে করে পৌঁছায়।


১ জানুয়ারি, সোমবার স্থানীয় বার্তা সংস্থা আনতারা’র বরাতে এ তথ্য জানা যায়। খবর রয়টার্সের।


আনতারা জানায়, আগত রোহিঙ্গা শরণার্থীদের অধিকাংশই নারী এবং শিশু।


গত সপ্তাহে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী জানিয়েছিলো রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাকে সুমাত্রা উপকূল থেকে ফিরিয়ে দিয়েছে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ।


জাতিসংঘের তথ্যমতে, নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদেরকে সাধারণত বৈরিতা এবং প্রত্যাখ্যানের শিকার হতে হয়।


অনেক বছর ধরেই রোহিঙ্গারা মিয়ানমার থেকে পালিয়ে বেড়াচ্ছে, যেখানে তাদেরকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদের ওপর গণহত্যা চালানো হয়েছে। মূলত এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত সমুদ্র শান্ত থাকাবস্থায় রোহিঙ্গারা নৌকায় করে মিয়ানমার এবং বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলোর উদ্দেশ্যে যাত্রা করে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com