ইরানে নারীসহ চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ২০:২৬
ইরানে নারীসহ চার ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে তিন পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। একই অভিযোগে চলতি মাসে এ নিয়ে পাঁচজনকে ফাঁসিতে ঝুলালো দেশটি।


২৯ ডিসেম্বর, শুক্রবার দেশটির বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।


ইরানের বিচারিক বিভাগের ওয়েবসাইট মিজানে বলা হয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে জায়নবাদী শাসনের সাথে সম্পর্কিত একটি নাশকতাকারী দলের চার সদস্যের মৃত্যুদণ্ড শুক্রবার কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা মোসাদের নির্দেশনায় ইরানের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করেছেন।


শুক্রবার স্থানীয় সময় সকালে এই চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা হলেন- ভাফা হানারেহ, আরাম ওমারি, রহমান পারহাজো ও নাসিম নামাজি।


তাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, গ্রুপটি মোসাদের নির্দেশনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।


গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানি নিরাপত্তা বাহিনীর সদস্যকে অপহরণ করার পাশাপাশি কিছু এজেন্টের গাড়ি ও অ্যাপার্টমেন্টে আগুন দেয়ারও অভিযোগ ছিলো তাদের বিরুদ্ধে।


এদিকে একই গ্রুপের বেশ কয়েকজন সদস্যের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।


ইরানি গোয়েন্দারা জানিয়েছে, এই গ্রুপটিকে কমপক্ষে চার মাস ধরে নজরদারির মধ্যে রাখা হয়েছিল। ২০২২ সালের জানুয়ারিতে তাদের গ্রেফতার করা হয়।


ইসরাইলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না ইরান এবং দুই দেশ বছরের পর বছর ধরে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে।


এর আগে ১৬ ডিসেম্বর মোসাদের এক গুপ্তচরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।


আইআরএনএ জানায়, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ এবং পরে সেগুলো তাদের কাছে বিশেষ করে মোসাদের কাছে হস্তান্তর করার অভিযোগ ছিলো ওই ব্যক্তির বিরুদ্ধে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com