শ্রীলঙ্কাতে সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানে ১৫,০০০ গ্রেফতার
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:২২
শ্রীলঙ্কাতে সপ্তাহব্যাপী মাদকবিরোধী অভিযানে ১৫,০০০ গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশজুড়ে মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে প্রায় ১৫,০০০ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কান পুলিশ।


অভিযানে প্রায় ৪৪০ কেজি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি'র।


মানবাধিকার কর্মীরা বলেছেন, অনুসন্ধানের ওয়ারেন্ট ছাড়াই অভিযান চালানো হয়েছে বলে এগুলো অবৈধ।


তবে একজন পুলিশের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, মাদক পরীক্ষা করার জন্য সবসময় ওয়ারেন্টের প্রয়োজন হয় না।


সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযান চলাকালীন প্রায় ১৩,৬৬৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং ১,০৯৭ জন মাদকাসক্তকে সেনা পরিচালিত পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।


কারাগারে থাকা অভিযোক্তদের গাড়ি এবং সম্পত্তিও জব্দ করা হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, পাচারকারীরা শ্রীলঙ্কাকে একটি হাব হিসেবে ব্যবহার করছে এবং দেশটির মধ্য দিয়ে হেরোইন, হাশিশ ও গাঁজাসহ মাদক পাচার করে মারাত্মক সমস্যার সৃষ্টি করছে।


কর্তৃপক্ষ জানান, ক্রিসমাসের জন্য অনুসন্ধান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তবে আগামী সপ্তাহে তা আবারও শুরু হবে।


উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কান পুলিশ ৮০০ কেজি কোকেন জব্দ করেছিল। সূত্র: বিবিসি


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com