ইতালিতে প্রায় ৩৫ হাজার বাংলাদেশি অবৈধ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১৯:২৬
ইতালিতে প্রায় ৩৫ হাজার বাংলাদেশি অবৈধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিগত দুই বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে গেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি, যাদের বৈধ হওয়ার সুযোগ নেই। এছাড়া চলতি বছর সাগরে সলিল সমাধি হয়েছে ২ হাজারের বেশি শরণার্থীর। এতে উদ্বেগ বাড়ছে বাংলাদেশের কমিউনিটি নেতাদের।


চলতি বছর অতীতের সব রেকর্ড ভেঙে সাগর পাড়ি দিয়ে আসা অবৈধ শ্রমিকের সংখ্যাও বেড়েছে।


২০২২ এবং ২০২৩ সালে সাগর পাড়ি দিয়ে আসা বাংলাদেশিদের সংখ্যা ৩৪ হাজার ৬৭৫ জন। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে শীতকালে অবৈধ শরণার্থীদের ইতালিতে প্রবেশের প্রবণতা অনেকটাই কম ছিল।


ইতালিতে যাওয়া অবৈধ অভিবাসীদের বৈধতার কোনো সুযোগ না থাকা সত্বেও এদিকে চলতি বছরের নভেম্বর মাসেই ৬০৪ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে।


ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং কমিউনিটি নেতারা বলছেন, বৈধভাবে ২০২৫ সাল পর্যন্ত ইতালিতে শ্রমিক আসার সুযোগ রয়েছে। তবে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে না আসার পরামর্শ তাদের।


যদিও কট্টর ডানপন্থি জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা শঙ্কা ছিল। কিন্তু তিন বছরের স্পন্সর ভিসায় চার লাখ ৫২ হাজার শ্রমিক আনার আইন পাসের মধ্য দিয়ে দেশটির সরকার প্রমাণ করেছে যে, তারা বিদেশি শ্রমিক-বিরোধী নয়।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com