প্রবল ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ২০:৩০
প্রবল ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রবল ভূমিকম্পে পাকিস্তানর খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি অঞ্চল কেঁপে উঠেছে।


১২ ডিসেম্বর, মঙ্গলবার স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।


পাকিস্তান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পে কেঁপে উঠেছে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের সোয়াট, মিঙ্গোরা, লোয়ার পির, আপার দির এবং তার সন্নিহিত অঞ্চল। প্রত্যক্ষদর্শীদের মত, ভয়ে লোকজন তাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন।


প্রাথমিকভাবে যেসব খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হয়েছে যে ভূমিকম্পে কোনো প্রাণহানি হয়নি। এর আগে নভেম্বরে গিলগিট এবং তার সন্নিহিত এলাকায় রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল।


পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার বা এনএসএমসি জানিয়েছে, এই কম্পনের উৎস ছিল ভূত্বকের ৪৫ কিলোমিটার নীচে। এপি সেন্টার ছিল ৮৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে।


পাকিস্তানে শেষবার ভূমিকম্প হয়েছিল ডিসেম্বরের শুরুতেই। এছাড়া ভারত-সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের প্রকোপ বাড়ছে।


এর আগে বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠে ফিলিপাইন। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৭.৫। ওই কম্পনে কেঁপে উঠেছিল মিন্দানাওয়ে-সহ ফিলিপাইনের বিস্তীর্ণ অঞ্চল।


ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের মতে, ওই কম্পনের উৎস ছিল সমুদ্রের নীচে, ৬৩ কিলোমিটার গভীরে। প্রবল ওই কম্পনের ফলে ফিলিপাইন ও জাপানের বিভিন্ন এলকায় সমুদ্রের পানি ফুঁসে উঠেছিল।


ওই সময় বলা হয়েছিল, ধেয়ে আসতে পারে সুনামি। তবে সুনামি ততটা ভয়াবহ হয়ে ওঠেনি।


সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com