গ্রিসে ডুবে গেল কার্গোবাহী জাহাজ
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৭:২৬
গ্রিসে ডুবে গেল কার্গোবাহী জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপের দেশ গ্রিসের লেসবোস দ্বীপের কাছে ডুবে গেছে একটি কার্গোবাহী জাহাজ। ওই জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন।


২৬ নভেম্বর, রবিবার সকালে গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঝড়ো হাওয়ার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়।


জাহাজডুবির ঘটনার পর সেখানে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করে গ্রিক কোস্টগার্ড।


গ্রিসের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরটি জানিয়েছে, নৌবাহিনীর একটি হেলিকপ্টার জাহাজের এক ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয়েছে।


উদ্ধার অভিযানে অংশ নিয়েছে পাঁচটি কার্গো জাহাজ, কোস্টগার্ডের তিনটি জাহাজ, বিমানবাহিনী ও নৌবাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ।


গ্রিসের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এথেন্স নিউজ এজেন্সি (এএনএ) জানিয়েছে, জাহাজটিতে ১৪ জন ক্রু ছিলেন এবং এটি লবণ বোঝাই করে নিয়ে যাচ্ছিল।


কোস্টগার্ডের একটি সূত্র বার্তাসংস্থা এএনএ-কে বলেছে, রবিবার সকালে লেসবোস দ্বীপ থেকে ৪ দশমিক ৫ নটিক্যাল মাইল (৮ দশমিক ৩ কিলোমিটার) দূরে সমুদ্রে জাহাজটি ডুবে যায়।


ডুবে যাওয়া জাহাজটি মিসরের ডেখেইলা থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাচ্ছিল।


জাহাজটিতে যে ক্রুরা ছিলেন তাদের মধ্যে দুইজন সিরিয়ার, চারজন ভারতের এবং আটজন মিসরের নাগরিক।


ঝড়ো হওয়ার কারণে শনিবার থেকে গ্রিসের উপকূলীয় অঞ্চলগুলোতে জাহাজগুলো ডক করে রাখা হয়েছিল। দুর্ঘটনার আশঙ্কা থেকে জাহাজগুলোকে চলাচল থেকে বিরত থাকতে বলা হয়েছিল। তবে সেই ঝড়ো হাওয়ার কবলে পড়েই লবণবাহী একটি জাহাজ ডুবে গেছে।


সূত্র: এএফপি


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com