ভিসা ছাড়া চীনে প্রবেশ করতে পারবে ৬ দেশের নাগরিক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ২২:৩১
ভিসা ছাড়া চীনে প্রবেশ করতে পারবে ৬ দেশের নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা চালু করতে যাচ্ছে পূর্ব এশিয়ার দেশ চীন। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে দেশটি।


আগামী ডিসেম্বর মাস থেকে বিশ্বের ৬ দেশের নাগরিকেরা ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে। দেশগুলোর মধ্যে রয়েছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া।


আগামী ১ ডিসেম্বর ২০২৩ সাল থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত এসব দেশের সাধারণ পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত দেশটিতে ভিসা ছাড়াই ব্যবসা, পর্যটন, পারিবারিক সফরের জন্য চীন যেতে পারবেন। খবর বিবিসির।


২৪ নভেম্বর, শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীনের উন্নয়নকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।


বর্তমানে বেশির ভাগ ভ্রমণকারীর চীনে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন পড়ে।
তবে সিঙ্গাপুর ও ব্রুনেইয়ের নাগরিকদের ভিসার প্রয়োজন পড়েনা। ভিসা ছাড়া দেশটিতে তারা ১৫ দিন থাকতে পারেন।


২০২০ সাল থেকে কভিড-১৯ মহামারির কারণে তিন বছরের বেশি সময় কঠোর নিষেধাজ্ঞা ও সীমান্ত বন্ধ রাখার পর গত মার্চে বিদেশিদের জন্য প্রবেশের দরজা পুরোপুরি খুলেছে চীন। এর আগে গত ডিসেম্বরে কিছু বিধি নিষেধ শিথিল করে দেশটি।


বিবার্তা/মাসুদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com