গাজায় ‘গণকবরে’ অজ্ঞাত মরদেহ দাফন
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ২০:২২
গাজায় ‘গণকবরে’ অজ্ঞাত মরদেহ দাফন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে গণকবরে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফন করা হয়েছে। গতকাল বুধবার (২২ নভেম্বর) তাদের দাফন করা হয়।


নীল টারপলিনে মোড়ানো মরদেহগুলোকে স্ট্রেচারে করে নামানো হয়। কিছু কবর শিশুদের জন্যও খনন করা হয়।


ধর্ম মন্ত্রণালয়ের জরুরি কমিটির বাসেম দাবাবেশ এএফপিকে জানান, এই শহীদদের বিদায় জানানোর মতো কেউ নেই। তাই আমরা তাদের কবর দেওয়ার জন্য একটি গণকবর খনন করেছি। তারা অজানা শহীদ।


কবরস্থানের কমিটির সদস্যদের মতে, উত্তর গাজা উপত্যকার ইন্দোনেশিয়া ও আল-শিফার হাসপাতালগুলো থেকে বিপুল সংখ্যক দেহাবশেষ বয়ে আনা হয়।


হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরের প্রান্তে অবস্থিত ইসরায়েলি বিমান হামলার শিকার ইন্দোনেশিয়া হাসপাতালটি সোমবার আংশিক খালি করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com