এবার ইসরায়েলে সশস্ত্র ডুবুরি দলের হামলা, নিহত ৮
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১৬:০৪
এবার ইসরায়েলে সশস্ত্র ডুবুরি দলের হামলা, নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার সমুদ্রপথে ইসরায়েলের মূলভূখণ্ডে হামলাচেষ্টা চালায় অবরুদ্ধ গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যরা। তবে হামাসের অনুপ্রবেশ ব্যর্থ করে দিয়েছে ইসরায়েলের নৌ-বাহিনী।


ইসরায়েলি মেরিন সেনাদের দাবি, তাদের হামলায় পাঁচ থেকে আট জনের সন্ত্রাসী দলটির সবাই নিহত হয়েছে।


মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বেশ কয়েকজন হামাস যোদ্ধা অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সমুদ্রপথে ইসরায়েলে ঢুকে পরার চেষ্টাকালে নৌবাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন। তবে ঠিক কতজন হামাস ডুবুরি যোদ্ধা ইসরায়েলে হামলাচেষ্টায় জড়িত ছিল তা তেলআবিব নির্দিষ্ট করতে পারেনি। খবর দ্য টাইমস অব ইসরায়েল।


হিব্রু ভাষার প্রকাশিত সংবাদমাধ্যমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের পাঁচ থেকে আটের জনের একটি সশস্ত্র ডুবুরি-দল ইসরায়েলে উপকূলবর্তী জিকিম এবং কারমিয়ায় হামলার প্রস্তুতি নিয়েছিল। তবে তাদের হামলার খবর জেনে যায় টহলরত বাহিনী। এর পরেই ওই দুই শহরে অ্যালার্ম বেজে উঠে। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের অতর্কিত হামলার পর সীমান্তবর্তী উপকূলীয় এমন বিভিন্ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় তেলআবিব।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com